ভারত বিরোধীতায় একসূত্রে গাথা ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এক রক্তপাতহীন কাশ্মীরের চেহারা ক্রমশই সামনে আসছে।আগষ্টের ৫ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত কাশ্মীরে একটিও বুলেট ফায়ার হয়নি।এ যেন এক অচেনা কাশ্মীর।গত ১৬ সেপ্টেম্বর ২০১৯ , কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ - এর নেতৃত্বধীন বেঞ্চে একটি রিপোর্টের ভিত্তিতে জানিয়েছেন , ১৯৯০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত উপত্যকায় জঙ্গি কার্যকলাপ এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ৭১০০০ টি হামলায় ঘটনায় ৪২০০০ প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৪০৩৮জন সাধারণ নাগরিক , ৫৯২৯ জন নিরাপত্তারক্ষী এবং ২২৫৩৬ জন সন্ত্রাসবাদী ।এই রিপোর্টের ব্যাখ্যায় বলা হয় , শেষ ৭০ বছরে জম্মু - কাশ্মীর সীমান্তের ওপার থেকে উসকানি , পাথরবাজদের অর্থ সাহায্য , স্থানীয় যুবকদের মগজ ধোলাই এবং জঙ্গি কার্যকলাপের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ঠ অবনমন ঘটেছিল। এক কথায় কাশ্মীর নিযে দেওয়ালে পিঠ ঠেকে গ...
sadhankumarpaul