সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লকডাউনের সময় আর্তের সেবায় আরএসএস

                                                    সাধন কুমার পাল-  সোসাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে করোনা সংক্রমনের জেরে হওয়া লকডাউনের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবকরা নিজের জীবন বিপন্ন করে ডাক্তার , নার্স , পুলিশ কর্মী , প্রশাসনিক কর্তাদের মতো করোনা যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্তর জন সেবা নিয়োজিত রয়েছে।কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দশ হাজারেরও বেশি স্থানে এক লক্ষেরও বেশি স্বয়ংসেবক স্থানীয় প্রয়োজন অনুসারে যেমন পরিস্কার পরিছন্নতা , মাস্ক - সেনিটাইজার - সাবান বিতরণ , সচেতনতা কর্মসূচী চালানো , দুস্থ মানুষের দুবেলা খাবারের ব্যবস্থা করা , অসুস্থদের ঔষধ পৌঁছে দেওয়া , ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান দেওয়া , অসহায় মানুষদের চাল ডাল তেল নুন পৌছে দেওয়া , বয়স্ক অশক্তদের নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র পৌছে দেওয়ার মতো বহুমুখী কাজে যুক্ত রয়েছে। সঙ্ঘের সরকার্যবাহ ভাইয়াজী যোশীর দেওয়া পরিসংখ্যান অনুসারে সারা ভারতবর্ষে দশ লক্ষের বেশি পরিবার এই সেব...