স্বস্তিকা,৭ সেপ্টেম্বর২০২০:সাধনকুমার পাল পাকিস্থান থেকে বিভিন্ন ভুয়ো সোসাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ব্যাপক প্রচার চালিয়ে , টুইটারে ট্রেন্ড করিয়েও JEE ,NEET রুখে দেওয়া গেল না।১ সেপ্টেম্বর নির্বিগ্নেই দেশ জুরে জয়েনএন্টাস পরীক্ষা শুরু হল। করোনা অতিমারী আবহে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার জন্য পৌঁছাতে সমস্যা হলেও পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা দেখে এবং শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থীরা খুশী।দেশ জুড়ে পরীক্ষার্থীদের মধ্যে সামান্যতম ক্ষোভ বা অসন্তোষও পরিলক্ষিত হয় নি।পরীক্ষা নেওয়ার বিরোধীতা করে যে সমস্ত ছাত্র ছাত্রীদের বিক্ষোভের ছবি সোস্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়েছিল তারা যে প্রকৃত পক্ষে পরীক্ষার্থীই নয় তার প্রমান হয়ে গেল।দেশের অভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা মজবুত হওয়ায় সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্থান সন্ত্রাসবাদীদের দিয়ে দেশের ভেতর রক্ত ঝড়াতে ব্যর্থ হয়ে এখন সোসাল মিডিয়ার মাধ্যমে ভারতবিরোধী যুদ্ধে শামিল হয়েছে। ৩০ আগষ্ট রবিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কী বাত বক্তৃতা , ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় । ৩১ আগষ্ট সোমবার বিকেল পর্যন্ত ...
sadhankumarpaul