সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সরস্বতী মানব সভ্যতার দেবী

সাধনকুমার পাল:: মানব সভ্যতার ইতিহাসে একমাত্র ভারতেই শিক্ষার উদ্দেশ্যর ব্যপকতা অতুলনীয়।এই উদ্দেশ্য প্রাপ্তির পথকে সুগম করার জন্য এই শিক্ষা প্রক্রিয়ার সাথে জুরে দেওয়া হয়েছে সরস্বতী পূজো ও বন্দনার মতো কিছু আধ্যাত্মিক প্রক্রিয়া। শিক্ষার এই উদ্দেশ্য ও প্রক্রিয়া শুধু ভারতীয়দের কিংবা হিন্দুদের জন্য নয় , মানুষ হয়ে জন্ম নেওয়া পৃথিবীর সবার জন্য। সরস্বতী শব্দের অর্থ এবং এই দেবীর পূজো ,বন্দনায় ব্যবহৃত মন্ত্রের অর্থ বিশ্লেষণ করলেই দেখা যাবে কোন ধর্ম বর্ণ বা সম্প্রদায় নয় প্রজ্ঞার আলোকে আলোকিত ঋষিদের অনুভুত অধ্যাত্ম বিজ্ঞানের চরম সত্যের বহি:প্রকাশ ঘটেছে এই সমস্ত মন্ত্র ও লৌকিক ক্রিয়াকলাপে। সে জন্য শুধু হিন্দু শাস্ত্রেই নয়, জ্ঞান স্বরূপ বাগদেবীকে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রূপে আরাধনা করা হয়। বিশেষত, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিদ্যার দেবী হিসাবে বন্দনা করা হয় মা সরস্বতীকে।একনজরে দেখে নেওয়া যাক কোন দেশে মা সরস্বতী কি কি রূপে পূজিত হন। মায়ানমার বা বার্মা: মায়ানমার বা বার্মায় জ্ঞান ও বিদ্যার দেবী হিসাবে পূজিত হন দেবী সরস্বতী। তবে দেবী সরস্বতী এখানে থুরাথাডি নামে পরিচিতা। ...