সাধন কুমার পাল::ইংরেজ ভারত ছাড়ার ৭৫ বছর হয়ে গেল। ৭৫ বছর পরেও এদেশে এমন মানুষদের পাওয়া যাবে যাদের কাছে স্বদেশের ঠাকুরের চেয়ে বিদেশের কুকুর অনেক বেশি মর্যদা সম্পন্ন। হ্যাঁ ঠিকই ধরেছেন ,এরা চেহারায় ভারতীয় হলেও মনন মানসিকতায় সাহেব। ঠিক যেমনটি মেকলে সাহেব তার প্রবর্তিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে তৈরী করতে চেয়ে ছিলেন। শাসক ইংরেজেরা ইংরেজী শিক্ষার মাধ্যমে এদেশের গোমাতা-পূজক, প্রকৃতি-পূজক, হিন্দুদের হিন্দুত্বের মূল স্রোত থেকে সরিয়ে ইংরেজীআনার ধারক বাহক বানতে চেয়ে ছিল। মেকলে সাহেবরা এদেশ ছেড়ে চলে যাওয়ার পর সেই দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিয়ে ছিল মেকলের ভারতীয় ভাবশিষ্যরা।হিন্দুত্ব সূচক যে কোন আচরণ বা চিহ্ন ওদের কাছে সংঙ্কীর্ণতা সাম্প্রদায়িকতা। তৈরি হল ইতিহাস,এবারের (২০২২) দীপাবলিতে ব্রিটেন পেল প্রথম হিন্দু প্রধানমন্ত্রী।পুরোহিত ডেকে হাতে লাল সুতে বেঁধে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ডুকলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। মন্ত্রী সভা গঠন করে আরেক ভারতীয় বংশোদ্ভুত সুরেলা ব্রেভারম্যানকে নিয়োগ ...
sadhankumarpaul