সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হামাসের হামলার জেরে ক্ষোভ,‍ ফুঁসছে ভুক্তভোগী ভারতও

                                                সাধন কুমার পাল-- ইজরায়েলের বর্তমান আয়তন ২২ হাজার বর্গ কিমি। ইজরায়েলের মোট জনসংখ্যা ১ কোটি। দিল্লি শহরের জনসংখ্যার চাইতেও কম। এর মধ্যে ৭৩.৮%ইহুদি, ১৮% মুসলিম ১.৯% খ্রিস্টান। ফিলিস্তিনের মোট জনসংখ্যা ৫০ লাখ । এর মধ্যে ৯৯ % মুসলিম এবং  ১% ক্রিস্টিয়ান । ফিলিস্তিন দুটি ভূখণ্ডের বিভক্ত। একটি হচ্ছে ৪১কিমি লম্বা ও ১২ কিমি চওড়া গাজা ভূখণ্ড, অন্যটি ওয়েস্ট বেঙ্ক। এই দুটি ভূখণ্ডে কোন ইহুদির বসবাস নেই। বলা ভালো ইহুদিদের পক্ষে বসবাস করা সম্ভব নয়। ঠিক যে কারণে বাংলাদেশে পাকিস্তানে হিন্দুদের বসবাস করা কঠিন ,ঠিক একই কারণে ফিলিস্তিনে ইহুদিদের বসবাস অসম্ভব।    যারা ইজরায়েলকে কট্টর পন্থী এবং প্যালেন্টাইন কে উদার পন্থী বলছে  তাদের এই দাবির পক্ষে কোন রকম যুক্তি তত্ত্ব পরিসংখ্যান নেই। তথ্য পরিসংখ্যান যা বলছে তা হলো প্যালেস্টাইন হচ্ছে একটি কঠোর পন্থী ইসলামিক ভূখণ্ড যেখানে অন্য ধর্মাবলম্বী মানুষের বসবাসের কোন অধি...