লিখেছেন :: সাধন কুমার পাল Gen Z বা  Generation Z  হল সেই প্রজন্ম যারা মূলত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে (কিছু গবেষক ১৯৯৫–২০১০ বা ২০০০–২০১৫ পর্যন্তও ধরে নেন)। অর্থাৎ, এই প্রজন্মের মানুষদের বর্তমান বয়স আনুমানিক ১২ থেকে ২৮ বছরের মধ্যে।  ২. নামকরণের কারণ:  • Baby Boomers  (১৯৪৬–১৯৬৪)  • Generation X  (১৯৬৫–১৯৮০)  • Millennials  বা  Gen Y  (১৯৮১–১৯৯৬)  • তার পরবর্তী প্রজন্মকে বলা হয় Gen Z।  "Z" অক্ষরটি এসেছে ধারাবাহিকতার কারণে।  ৩. প্রযুক্তিগত বৈশিষ্ট্য:  • Gen Z হল প্রথম প্রজন্ম যারা জন্ম থেকেই ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেড়ে উঠেছে।  • এদের বলা হয় Digital Natives (ডিজিটাল-প্রাকৃতিক)।  • Facebook, Instagram, YouTube, TikTok, Snapchat, WhatsApp – এসব প্ল্যাটফর্ম এদের জীবনের অংশ।  ৪. শিক্ষাগত ও মানসিক বৈশিষ্ট্য:  • তথ্য জানার জন্য বইয়ের বদলে বেশি ব্যবহার করে গুগল ও ইউটিউব।  • মনোযোগের সময়কাল তুলনামূলকভাবে ছোট (short attention span), তবে একসাথে অনেক তথ...
sadhankumarpaul

ককককক
উত্তরমুছুনExcellent analysis
উত্তরমুছুন