সাধনকুমার পাল :- লোকসভা নির্বাচনে প্রচার চালানোর সময় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন বলে হুমকি দিয়ে রেখে ছিলেন তৃণমূলনেত্রী ।এই হুমকি চুনোপুটি তৃণমূল নেতাদের মুখে মুখে ইকো হয়ে ঘুরছিল পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রাম থেকে গ্রামান্তরে। উদ্দেশ্য একটাই আমলা থেকে আমজনতা সবাইকে ভীত সন্ত্রস্ত করে পঞ্চায়েত নির্বাচনের ফর্মূলায় নির্বাচন করানো। কিন্তু বিধি বাম। নির্বাচন কমিশনের কড়া নজরদাড়ি এড়িয়ে কিভাবে পঞ্চায়েত নির্বাচনের ফর্মূলা প্রয়োগ করা যায় তা সঠিক ভাবে বুঝে উঠার আগেই উত্তরবঙ্গের আটটি আসনের নির্বাচন শেষ হয়ে গেল।প্রথম দফায় আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচনের সময় স্পষ্ট হয়ে যায় স্পর্শকাতর বুথের তালিকা তৈরীতেই মেশানো হয়েছিল জল।পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে এ...
sadhankumarpaul