লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ১৮ টি আসনে জয়ী হতেই দল বদলের হিড়িক পড়ে গে ছে।এই দুদিন আগেও যারা বিজেপিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল বলে গাল পেড়েছে তা রা ও লোকসভা র ফলাফল প্রকাশিত হতেই গেরুয়া পাঞ্জাবি পরে বিজেপিতে শামিল হচ্ছে।বাদ যচ্ছে না সংখ্যা লঘুরাও।আদর্শগত কারণে এই দল বদলের ঘটনা ঘটছে এমন কথা অন্ধ সমর্থকরাও বলবেন না।এই দল বদলের কারণ হিসেবে দুটো বিষয় কে চিহ্নিত করা যেতে পারে। এক , বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের জামানা মিলে প্রায় চার দশকে এই বাংলায যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে তা হল ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থাকলে সাত খুন মাফ অর্থাৎ তোলাবাজি , দাদাগিরি , জুলুমবাজি থেকে শুরু করে যা খুশি তাই করার অধিকার জন্মায় ।এই ধরণের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা বদলের সম্ভাবনা তৈরী হতেই রাজনীতির ফড়ে , তোলাবাজ , জুলুমবাজরা দল বদল করে নিজেদের অবস্থান পাকা পোক্ত করার জন্য সক্রিয় হয়ে উঠবে এটাই স্বাভাবিক।দুই , গ্র...
sadhankumarpaul