সংসদে মেঘনাদ সাহার ভাষণ ( ১৮ই সেপ্টেম্বর, ১৯৫৩ ) শ্রী মেঘনাদ সাহা: বন্দীদশায় শ্যামাপ্রসাদের মৃত্যুকালীন ঘটনাবলীর পূর্ণ তদন্তের জন্য যে দাবী আমার মাননীয় বন্ধু শ্রীযুক্ত এন সি চ্যাটার্জি উপস্থাপিত করেছেন, আমি সর্বান্তঃকরণে সেই দাবীকে সমর্থন করছি। আমি দুই তরফের যুক্তি তর্ক শুনেছি। আমি এই দেখে খুবই মর্মাহত হলাম যে, আমার বিপরিত দিকে যে বন্ধুরা বসে রয়েছেন তাঁরা এই তদন্তের অত্যন্ত সরল ও সহজ দাবীর বিরোধিতা করেছেন। আমি আরও দুঃখিত হলাম এই দেখে যে শ্যামাপ্রসাদের মৃত্যু সম্বন্ধে সহস্র সহস্র কংগ্রেস সদস্যকে ব্যক্তিগত আলাপে যে অভিমত ব্যক্ত করতে শুনেছি, সে সম্বন্ধে সংসদে দাঁড়িয়ে উঠে তাঁদের কেউই কিছু খুলে বল্লেন না, মতামত প্রকাশ করার সব দায়িত্ব অর্পণ করলেন গৃহমন্ত্রী ডঃ কাটজুর উপর। ডঃ মুখার্জি যে শহর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন,...
sadhankumarpaul