সাধন কুমার পাল ::: জুনিয়র ডাক্তারদের আন্দোলন কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভ হালকা করতে সেফটি ভাল্ব হিসাবে কাজ করছে? হ্যাঁ এমন কথা কিন্তু চিকিৎসক মহলের মধ্য থেকেই উঠছে। অনেকেই প্রকাশ্যে আসছেন না । কিন্তু অনেকেই নিজের ঘনিষ্ঠ মহলে আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সংখ্যায় কম হলেও চিকিৎসকরা কিন্তু ক্রমশই প্রকাশ্যে এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যেমন উত্তরবঙ্গের দুইজন চিকিৎসক ডা: বিশ্ব প্রতিম রুদ্র ( ক্লিক করুন ডাঃ বিশ্বপ্রতীম রুদ্রের পোস্ট ) ও বিশিষ্ট শল্য চিকিৎসক ডা: সন্দীপ সরকার তাদের ফেসবুক পেজে ( ক্লিক করুন ডাঃ সরকারের পোষ্ট) এই আন্দোলন সম্পর্কে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন তা থেকে এটা স্পষ্ট যে অভয়ার বিচারের দাবি ও স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অস্বাস্থ্যকর বেশ কিছু বিষয় নিয়ে শুরু হলেও পরবর্তীকালে অত্যন্ত সূচতুরভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে বহাল তবিয়তে টিকি...
sadhankumarpaul