সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শ্রমিক দিবস ও বিশ্বকর্মা পূজা : ভারতীয় ভাবনায় শ্রমের মর্যাদা

 


লিখেছেন সাধন কুমার পাল

শ্রমিক দিবস ও বিশ্বকর্মা পূজা : ভারতীয় ভাবনায় শ্রমের মর্যাদা


ভারতে শ্রমিক দিবস পালিত হয় ১লা মে। এই দিনটির মূল উৎস পাশ্চাত্যের শ্রমিক আন্দোলনের ইতিহাসে নিহিত। ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন, যার ফলে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এবং পরে এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায়। পৃথিবীর নানা দেশে আজও এদিন শ্রমিকের অধিকার, শোষণবিরোধী সংগ্রাম ও সামাজিক ন্যায়ের প্রশ্ন সামনে আনা হয়।

অন্যদিকে, ভারতীয় সমাজে শ্রমজীবী মানুষদের এক বিশেষ দিন রয়েছে—বিশ্বকর্মা পূজা। শাস্ত্র মতে বিশ্বকর্মা হচ্ছেন সৃষ্টিশিল্পের দেবতা, যিনি দেবলোক থেকে শুরু করে সমগ্র জগতের স্থাপত্য, যন্ত্রপাতি, প্রযুক্তি নির্মাণের প্রতীক। প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে কারিগর, মিস্ত্রি, শ্রমিক, প্রযুক্তিবিদ, ব্যবসায়ী—সকলেই তাঁদের কর্মক্ষেত্র ও যন্ত্রপাতিকে পূজা করেন।

১. শ্রমিক দিবসের মূল দর্শন

শ্রমিক দিবস মূলত শ্রমিক বনাম মালিক, শ্রম বনাম পুঁজির সংঘাতের ইতিহাস থেকে উদ্ভূত। এখানে মূল জোর দেওয়া হয় শ্রমিকের ন্যায্য দাবি আদায়, সংগঠিত প্রতিবাদ, এবং শোষণ প্রতিরোধের উপর। পাশ্চাত্যে এই দিনটি রাজনৈতিক রঙে রঞ্জিত হয়ে উঠেছে।

২. বিশ্বকর্মা পূজার ভাবনা

বিশ্বকর্মা পূজা শ্রমকে কেবল আর্থিক দৃষ্টিকোণ থেকে নয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করে। এখানে শ্রমকে পূজার অংশ, যজ্ঞের অংশ হিসেবে ধরা হয়। শ্রমিক, কারিগর, ব্যবসায়ী—সবাই একত্রে তাঁদের কর্মযন্ত্রকে দেবতা রূপে সম্মান জানান। এতে মালিক-শ্রমিক বিভাজন নয়, বরং সহযোগিতা ও ঐক্যের দর্শন প্রকাশিত হয়।

৩. সংঘাত বনাম সহযোগিতা

যেখানে শ্রমিক দিবস শ্রমিক ও মালিক শ্রেণীর মধ্যে সংঘাতকে সামনে আনে, সেখানে বিশ্বকর্মা পূজা সহযোগিতা, ঐক্য ও সমন্বয়ের বার্তা দেয়। ভারতীয় দর্শন অনুযায়ী সমাজে প্রত্যেক শ্রেণীর অবদান অপরিহার্য। তাই শ্রমের মর্যাদা মানে শুধু দাবি আদায় নয়, বরং কর্মকে দেবতুল্য মর্যাদা দেওয়া।

৪. কর্মই যজ্ঞ

ঋগ্বেদে বলা হয়েছে—“কর্মণ্যেেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।” অর্থাৎ কাজই প্রধান, ফল নয়। ভারতীয় চিন্তাধারায় শ্রম বা কাজ হচ্ছে যজ্ঞস্বরূপ, যা মানুষের আত্মিক উন্নয়ন ও সমাজের কল্যাণের মাধ্যম। বিশ্বকর্মা পূজায় শ্রমিক বুঝতে শেখেন তাঁর কাজ শুধু জীবিকার উপায় নয়, বরং সমাজসেবার একটি পবিত্র দায়িত্ব।

৫. ভবিষ্যতের পথ

আজকের ভারতে শ্রমিক দিবস ও বিশ্বকর্মা পূজার মধ্যে মিল ঘটানো প্রয়োজন। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের শিক্ষা আমাদের শেখায় অধিকার রক্ষা ও ন্যায্য দাবি কতটা গুরুত্বপূর্ণ। আর ভারতীয় বিশ্বকর্মা পূজা শেখায় শ্রমকে দেবতুল্য মর্যাদা দিয়ে সহযোগিতা ও সৃজনশীলতার পথে এগোতে হবে। দুটি ভাবনাকে একত্র করলে শ্রম কেবল সংগ্রামের বিষয় থাকবে না, বরং আত্মমর্যাদা, ঐক্য ও আধ্যাত্মিক উন্নয়নের প্রতীক হয়ে উঠবে।
আরো পড়ুন: বিশ্বকর্মা পুজোতেই রাষ্ট্রীয় শ্রমিক দিবস কেন রাষ্ট্রীয় শ্রমিক দিবস কেন

শ্রমিক দিবস ও বিশ্বকর্মা পূজা : মতাদর্শগত দৃষ্টিকোণ

• শ্রমের মর্যাদা

• ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেখানে শ্রমিক আন্দোলনের ইতিহাস, শ্রমের ন্যায্য মূল্য ও অধিকারকে সম্মান করা হয়।

• বিশ্বকর্মা পূজায় শ্রমজীবী, কারিগর, মিস্ত্রি, শিল্পী, প্রযুক্তিবিদেরা তাঁদের যন্ত্রপাতি ও দক্ষতার দেবতা বিশ্বকর্মাকে স্মরণ করেন।

• দুটি ক্ষেত্রেই মূলত শ্রমের মর্যাদা ও শ্রমজীবীর আত্মসম্মানকে কেন্দ্রে রাখা হয়।

• পাশ্চাত্য বনাম ভারতীয় দৃষ্টিভঙ্গি

• শ্রমিক দিবস পাশ্চাত্যের শ্রম আন্দোলন ও মার্কসবাদী মতাদর্শ থেকে উদ্ভূত। এখানে শোষণ-বিরোধী সংগ্রাম, শ্রেণীসংগ্রাম ও রাষ্ট্রনীতির প্রশ্ন গুরুত্ব পায়।

• বিশ্বকর্মা পূজা ভারতীয় সংস্কৃতির ভিতরে শ্রমের পবিত্রতা ও সৃজনশীলতার পূজা। এখানে শ্রমকে অধ্যাত্ম ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হয়, কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়।

• সংঘাত না, ঐক্য

• শ্রমিক দিবসে শ্রমিক বনাম মালিক সংঘাতের উপর জোর দেওয়া হয়।

• বিশ্বকর্মা পূজায় শ্রমিক, কারিগর, ব্যবসায়ী—সকলেই একই মঞ্চে একত্রিত হয়ে যন্ত্রপাতি, শিল্প ও কর্মক্ষেত্রকে পূজা করেন।

• তাই ভারতীয় ঐতিহ্য শ্রমকে সংঘাত নয়, সহযোগিতার সূত্রে দেখতে শেখায়।

• ধর্ম ও কর্মের সমন্বয়

• ভারতীয় দার্শনিক ভাবনায় শ্রম শুধু দেহের পরিশ্রম নয়; এটি যজ্ঞস্বরূপ কর্ম

• বিশ্বকর্মা পূজার মাধ্যমে শ্রমিক বুঝে নেয় যে তার কাজ শুধু জীবিকার উপায় নয়, বরং সমাজের, জাতির ও মানবতার সেবার মাধ্যম।

• ভবিষ্যৎ দিশা

• ভারতীয় সমাজে শ্রমিক দিবস যদি বিশ্বকর্মা পূজার ভাবনার সঙ্গে যুক্ত হয়, তবে শ্রম আন্দোলন কেবল দাবিদাওয়া বা সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, সহযোগিতা ও আধ্যাত্মিক উন্নয়ন-এর পথে অগ্রসর হতে পারে।

👉 সংক্ষেপে বলা যায়, ১লা মে’র শ্রমিক দিবস পাশ্চাত্যের সংগ্রামী ইতিহাসের প্রতীক, আর বিশ্বকর্মা পূজা ভারতীয় সংস্কৃতিতে শ্রমের দেবত্ব ও সহযোগিতার প্রতীক।

ভারতের প্রেক্ষাপটে শ্রমিক দিবস ও বিশ্বকর্মা পূজা একে অপরের পরিপূরক। পাশ্চাত্যের শ্রমিক আন্দোলনের সংগ্রামী ইতিহাস আমাদের শেখায় ন্যায্য অধিকার আদায়ের গুরুত্ব, আর ভারতীয় ঐতিহ্য আমাদের দেখায় শ্রমকে পূজা করার পথ। তাই বলা যায়, শ্রমিক দিবস ও বিশ্বকর্মা পূজার সংযুক্ত ভাবনা শ্রমকে মর্যাদা, সৃজনশীলতা ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করে এক নতুন দিশা দিতে পারে।###

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের প্রথম "Gen Z Movement"

          লিখেছেন :: সাধন কুমার পাল Gen Z বা  Generation Z  হল সেই প্রজন্ম যারা মূলত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে (কিছু গবেষক ১৯৯৫–২০১০ বা ২০০০–২০১৫ পর্যন্তও ধরে নেন)। অর্থাৎ, এই প্রজন্মের মানুষদের বর্তমান বয়স আনুমানিক ১২ থেকে ২৮ বছরের মধ্যে। ২. নামকরণের কারণ: • Baby Boomers  (১৯৪৬–১৯৬৪) • Generation X  (১৯৬৫–১৯৮০) • Millennials  বা  Gen Y  (১৯৮১–১৯৯৬) • তার পরবর্তী প্রজন্মকে বলা হয় Gen Z। "Z" অক্ষরটি এসেছে ধারাবাহিকতার কারণে। ৩. প্রযুক্তিগত বৈশিষ্ট্য: • Gen Z হল প্রথম প্রজন্ম যারা জন্ম থেকেই ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেড়ে উঠেছে। • এদের বলা হয় Digital Natives (ডিজিটাল-প্রাকৃতিক)। • Facebook, Instagram, YouTube, TikTok, Snapchat, WhatsApp – এসব প্ল্যাটফর্ম এদের জীবনের অংশ। ৪. শিক্ষাগত ও মানসিক বৈশিষ্ট্য: • তথ্য জানার জন্য বইয়ের বদলে বেশি ব্যবহার করে গুগল ও ইউটিউব। • মনোযোগের সময়কাল তুলনামূলকভাবে ছোট (short attention span), তবে একসাথে অনেক তথ...

তিনবিঘা থেকে শিলিগুড়ি করিডর: সীমান্তে নতুন আগুন, নিরাপত্তায় শৈথিল্য

                                                                    সাধন কুমার পাল     বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উস্কানিমূলক মন্তব্যের পর চিকেন'স নেক অঞ্চলটি  নতুন করে মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয়  রাজ্যগুলিকে(সেভেন সিস্টারস) "স্থলবেষ্টিত" বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলে  "সমুদ্র পথে  প্রবেশের নিরিখে অভিভাবক" হিসেবে চিহ্নিত করেছিলেন।  ভারতের আরেকটি উদ্বেগের বিষয় হল, অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ শিলিগুড়ি করিডরের কাছে লালমনিরহাটে ব্রিটিশ আমলের বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার জন্য চীনা বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে লালমুনিরহাট বিমান ঘাঁটির কাজ ২০২৫ সালের অক্টোবরের মধ্যে শুরু হতে পারে, যেখানে একটি পাকিস্তানি কোম্পানি উপ-ঠিকাদার হিসেবে থাকবে। ভারত-ভ...

শিক্ষকদের কান্নায় কি ডুববে মমতার সিংহাসন?"

                                                   সাধন কুমার পাল     ত্রিপুরায় তখন রক্তমাখা লাল রাজত্ব। মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন সিপিএমের মানিক সরকার, যিনি পরিচিত ছিলেন ‘সাদামাটা মুখ্যমন্ত্রী’ নামে। ২০১০ এবং ২০১৩ সালে বাম সরকারের আমলে ১০,৩২৩ জন শিক্ষককে নিয়োগ করা হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া ঘিরে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কিছু প্রার্থী। আগরতলা হাই কোর্ট চাঞ্চল্যকর রায় দেয়—পুরো প্যানেল অবৈধ, বাতিল করতে হবে। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন সরকার, কিন্তু ২০১৭ সালে দেশের সর্বোচ্চ আদালতও হাই কোর্টের সিদ্ধান্তেই সিলমোহর দেয়। এই রায়ের ঢেউ রাজনীতির ময়দানেও পড়ে। পরের বছর বিধানসভা ভোটে ক্ষমতা হাতছাড়া হয় মানিক সরকারের। ২০২৫ সালের ৩ এপ্রিল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষকের নিয়োগকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে বাতিল করে দেয়। ২০২৪ সালের এপ্রিলে কলকাতা হাই কোর্...