লিখেছেন::: সাধন কুমার পাল
“প্রতিস্থাপন হার” বা Replacement Rate (fertility context-এ) বলতে বোঝানো হয়, প্রতি দম্পতি বা প্রতি নারীকে গড়ে কতজন সন্তান জন্ম দিতে হবে যাতে পরবর্তী প্রজন্মে জনসংখ্যা একই মাত্রায় বজায় থাকে।
👉 সাধারণত এই হারকে ধরা হয় ২.১।
• ২ শিশু প্রয়োজন বাবা-মা–কে প্রতিস্থাপন করার জন্য।
• বাড়তি ০.১ রাখা হয় শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যু, এবং যেসব মানুষ সন্তান জন্ম দেয় না—তাদের জন্য সমন্বয় হিসাবে।
📌 অর্থাৎ,
• যদি কোনো দেশের জন্মহার ২.১-এর উপরে হয় → জনসংখ্যা বাড়বে।
• যদি জন্মহার ২.১-এর নীচে হয় → জনসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করবে।
উদাহরণ:
• ভারতে বর্তমানে Total Fertility Rate (TFR) প্রায় ২.০-এর কাছাকাছি, মানে জনসংখ্যা স্থিতিশীল হচ্ছে।
• জাপান বা ইউরোপের অনেক দেশে TFR অনেক কম (প্রায় ১.৩–১.৬), তাই ওদের জনসংখ্যা ক্রমশ কমছে।
• পশ্চিমবঙ্গের সাম্প্রতিক অবস্থা
• সর্বমোট জন্মহার (TFR): প্রায় ১.৬–১.৭, অর্থাৎ প্রতিস্থাপন হারের নিচে।
• হিন্দুদের মধ্যে TFR: প্রায় ১.৫–১.৬।
• মুসলিমদের মধ্যে TFR: প্রায় ২.০–২.২।
অর্থাৎ মুসলিম পরিবারে গড়ে সন্তানের সংখ্যা কিছুটা বেশি। এটা পরিসংখ্যান। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বাস্তবের এর চাইতে অনেকটাই বেশি। অশিক্ষা, জন্মনিয়ন্ত্রণ না করানো মৌলবাদীদের মিথ্যে প্রচার, অনুপ্রবেশ ইত্যাদি অনেক কারণেই এই বৃদ্ধির হার বেশি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন