সাধনকুমার পাল   ১৫৯ বছরে এ এক অন্য ২৫শে বৈশাখ , লকডাউনে রবীন্দ্রজয়ন্তী।২৫ বৈশাখ , কবিগুরুর জন্মদিন।তবে ২০২০ - তে সেই চেনা ছবি আর ধরা দিল না। দীর্ঘ ১৫৯ বছরে এ এক অন্য সকাল। নেই কোনও আড়ম্বর , নেই শয়ে শয়ে ভক্তের ভিড়। বন্ধ রাস্তা পথঘাট।যে কবি চার দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা বলে গিয়েছেন , সেই কবিগুরু স্মরণ এবার কোয়ারেন্টাইনে। জানি না কবি কখনো আমাদের মতো এরকম লকডাউনে ছিলেন কিনা।তবে এই চীনা ভাইরাস অতিমারীর আবহে বর্তমান প্রজন্মের মানসিক যন্ত্রনা নিংড়ানো ভাষা  হয়তো উপনিষদের ঋষির মতো কবির উপলব্ধিতে ধরা দিয়েছিলো।সেই উপলব্ধি থেকেই হয়তো তিনি লিখে ছিলেন ' সভ্যতার প্রতি ' শিরোনামে  কয়েকটি পঙ্ তি -  ' দাও ফিরে সে অরণ্য , লও এ নগর , লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা ! হে নিষ্ঠুর সর্বগ্রাসী , দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি , গ্লানিহীন দিনগুলি , সেই সন্ধ্যাস্নান , সেই গোচারণ ...
sadhankumarpaul