সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বিজেপিতে বেনোজল, সমাধান কোন পথে?

                                                  লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ১৮ টি আসনে জয়ী হতেই দল বদলের হিড়িক পড়ে গে ছে।এই দুদিন আগেও যারা বিজেপিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল বলে গাল পেড়েছে তা রা ও লোকসভা র ফলাফল প্রকাশিত হতেই গেরুয়া পাঞ্জাবি পরে বিজেপিতে শামিল হচ্ছে।বাদ যচ্ছে না সংখ্যা লঘুরাও।আদর্শগত কারণে এই দল বদলের ঘটনা ঘটছে এমন কথা অন্ধ সমর্থকরাও বলবেন না।এই দল বদলের কারণ হিসেবে দুটো বিষয় কে চিহ্নিত করা যেতে পারে। এক , বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের জামানা মিলে প্রায় চার দশকে এই বাংলায যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে তা হল ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থাকলে সাত খুন মাফ অর্থাৎ তোলাবাজি , দাদাগিরি , জুলুমবাজি থেকে শুরু করে যা খুশি তাই করার অধিকার জন্মায় ।এই ধরণের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা বদলের সম্ভাবনা তৈরী হতেই রাজনীতির ফড়ে , তোলাবাজ , জুলুমবাজরা দল বদল করে নিজেদের অবস্থান পাকা পোক্ত করার জন্য সক্রিয় হয়ে উঠবে এটাই স্বাভাবিক।দুই , গ্র...

ধর্মনিরপেক্ষ শিবিরে মূর্তিমান আতঙ্কের আরেক নাম সাধ্বী প্রজ্ঞা

                                                                                                                                                                              সাধনকুমার পাল -মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রে সাধ্বী প্রজ্ঞা ঐ প্রদেশেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে তিন লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন । বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রে বিজেপির কট্টর হিন্দুত্ববাদী মুখ গিরিরাজ সিং টুকরে টুকরে গ্যাং এর এক নম্বর নেতা কানাইয়া কুমার কে চার লাখ কুড়ি হাজার ভোটে পরাজিত করেছেন। পশ্চিমবঙ্গে যাদবপুর কেন্দ্রের  প্রার্থী বিকাশ রঞ্জন ভ...

জয় শ্রীরাম ধ্বনি দিলেই জেল ! বিষয়টি কিন্তু হজম হচ্ছে না

                                                                 সাধনকুমার পাল :- সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরও রনংদেহি মমতা।নৈহাটি - ভাটপাড়ায় গোলমালের জেরে ভয়ানক খাপ্পা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ,' নির্বাচন কমিশন চলে গিয়েছে। এখন আমার হাতেই সবকিছু।কাউকে ছাড়ব না।জানবেন রেগে গেলে আমি ভয়ঙ্কর ' । ভাটপাড়ার ধরণামঞ্চে যাওয়ার সময় রাস্তার ধারে কিছু লোক ' জয় শ্রীরাম ধ্বন্নি দেন ' ।এতে মমতা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে পড়ে হনহনকরে এগিয়ে যেতে যেতে চিৎকার করে বলতে থাকেন ,' আমার খাবে , পরবে আর গোলমাল পাকাবে ? সবকটাকে তাড়িয়ে ছাড়ব।সব ডাকাত , ক্রিমিনাল ।জয় শ্রীরাম ধ্বন ি র মোকাবিলায় তৃণমূল এখন থেকে জয়হিন্দ ধ্বন ি কে হাতিয়ার করবে।কেউ ফোন করলে জয়হিন্দ বলুন ।দেখা হলে জয়হিন্দ বলুন ' ।পরে নৈহাটির ধরণামঞ্চ থেকে বলেন , ' গাড়ির সামনে এসে গালাগালি করছে ! সঙ্গে সঙ্গে অ্যারেষ্ট করতে পারতাম।লোক গুলিকে চিনে রেখে...

উত্তরবঙ্গে শূন্য হলেও দক্ষিণবঙ্গে তৃণমূলের এত ভাল ফলের রহস্য কী?

                                                                          সাধনকুমার পাল :- লোকসভা নির্বাচনে প্রচার চালানোর সময় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন বলে হুমকি দিয়ে রেখে ছিলেন তৃণমূলনেত্রী ।এই হুমকি চুনোপুটি তৃণমূল নেতাদের মুখে মুখে ইকো হয়ে ঘুরছিল পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রাম থেকে গ্রামান্তরে। উদ্দেশ্য একটাই আমলা থেকে আমজনতা সবাইকে ভীত সন্ত্রস্ত করে পঞ্চায়েত নির্বাচনের ফর্মূলায় নির্বাচন করানো। কিন্তু বিধি বাম। নির্বাচন কমিশনের কড়া নজরদাড়ি এড়িয়ে কিভাবে পঞ্চায়েত নির্বাচনের ফর্মূলা প্রয়োগ করা যায় তা সঠিক ভাবে বুঝে উঠার আগেই উত্তরবঙ্গের আটটি আসনের নির্বাচন শেষ হয়ে গেল।প্রথম দফায় আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচনের সময় স্পষ্ট হয়ে যায় স্পর্শকাতর বুথের তালিকা তৈরীতেই মেশানো হয়েছিল জল।পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে এ...

বিশ্বরাজনীতির ধারা বলছে উনিশের নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন নিশ্চিত

                                                                                        গত ১২ এপ্রিল প্রকাশিত নির্বাচনের ফলাফল বলছে পঞ্চম বারের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন বেঞ্জামিন নেতানইয়াহু। সম্প্রতি স্থানীয় নির্বাচনে বেশ কিছু জায়গায় খারাপ ফলও করে তাঁর দল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল , আদৌ এ বার তিনি ফিরতে পারবেন কি না। শেষ পর্যন্ত যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কট্টর দক্ষিণপন্থী বলে চিন্হিত বেঞ্জামিন নেতানইয়াহুর প্রত্যাবর্তনই দেখ ল ইজরায়েল।বর্তমান বিশ্ব পরিস্থিতিতে গত এক দশক ধরে দক্ষিণপন্থার দিকে বিশ্ব রাজনীতির মোড় নেবার ঘটনা ঘটছে। তারই প্রতিফলন ঘটেছে ব্রেক্সিট ভোটে দক্ষিণপন্থী সমাবেশে , মার্কিন শাসকশ্রেণির সবচেয়ে দক্ষিণপন্থ ী নেতা হিসাবে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে জয়লাভে।ট্রাম...