ভারতে আরএসএসের ১০ টি অবদান  	 	 	     জ্ঞানেন্দ্র নাথ বারতারিয়া সিনিয়র সাংবাদিক ,   বিবিসি হিন্দি ডটকমের জন্য ২২ অক্টোবর ২০১৫  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 90 বছর পূর্ণ করেছে। 1925 সালে , দশেরার দিন ,  Dr. কেশব বলিরাম হেডগেওয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন।  যদিও কমপক্ষে ৮  দশক ধরে সঙ্ঘ কে  ,   একটি সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী , ফ্যাসিস্ট এবং অন্যান্য অনুরূপ সংগঠন হিসেবে সমালোচনা সহ্য ক রতে হয়েছে  এবং শুন তে হয়ে ছে। পৃথিবীর খুব কমই কোনো সংগঠন কোন ভিত্তি ছাড়াই এত সমালোচিত হ য়েছে ।  সংঘের বিরুদ্ধে প্রতিটি অভিযোগই শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রমাণ হীন  এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সন্দেহ নেই যে আজও অনেকে সংঘকে এই নেহরুভিয়ান দৃষ্টি দিয়ে দেখেন। যাইহোক , নেহেরু নিজেই জীবনে তার দৃষ্টিভঙ্গি সংশোধন করার একটি দু : খজনক সুযোগ পেয়েছিলেন , যখন 1962 সালে চীন ভারত  আক্রমণ করেছিল। তখন দেশের বাইরে পঞ্চশীল ও গণতন্ত্র ইত্যাদির আদর্শের মশীহ জওহরলাল না নিজেকে সামলাতে পারতেন , না দেশের সীমানা। কিন্তু সঙ্ঘ  তার কাজ করছিল।  সংঘের কিছু উল্লেখযোগ্য কাজ  1) কাশ্মীর সীমান্তে নজরদারি , ...
sadhankumarpaul