সংবিধানে শ্রীরামচন্দ্রের বনবাস যাত্রার ছবি                                             সাধন কুমার পাল : ভারতে প্রতি বছর 26 নভেম্বর  সংবিধান দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি " জাতীয় আইন দিবস " নামেও পরিচিত ।  26 নভেম্বর 1949 তারিখে ,  গণপরিষদে   ভারতের সংবিধানে গৃহীত হয় এবং 26 জানুয়ারী 1950 সালে কার্যকর হয়। ভারত সরকার একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে 19 নভেম্বর 2015 তারিখে 26 নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করে।  গত 11 অক্টোবর 2015 তারিখে মুম্বাইতে বি . আর . আম্বেদকরের স্ট্যাচু অফ ইকুয়ালিটি মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেন । এর আগে এই দিনটি আইন দিবস হিসেবে পালিত হত। সংবিধানের গুরুত্ব  এবং ড : আম্বেদকরের চিন্তা  ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য 26 নভেম্বর দিনটিকে  বেছে নেওয়া হয়েছিল। গত ৭ ফেব্রুয়ারী  ২০২২ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ' লোকমত ' ...
sadhankumarpaul