সাধন কুমার পাল ::ভারতে শ্রম দিবস হিসাবে পালিত মে দিবস কি  তার প্রাসঙ্গিকতা হারিয়েছে? নতুন ভারত গড়ে তুলতে শ্রমিকদের অবদানকে সম্মান জানাতে ভারত কি আনুষ্ঠানিকভাবে  '১ মে' পরিবর্তে 'বিশ্বকর্মা দিবস'  পালন করবে? এই ধরনের প্রশ্নগুলি এখন প্রতি বছর ১ মে ক্রমবর্ধমানভাবে উত্থাপিত হচ্ছে কারণ ভারতের বৃহত্তম ট্রেড ইউনিয়ন, ভারতীয় মজদুর সংঘ (বিএমএস),  ১  মে শ্রমিক দিবস হিসাবে উদযাপন করছে না। হরিয়ানা সরকার ইতিমধ্যেই ঘোষনা করেছে পয়লা মে নয় শ্রমিক দিবস পালন হবে বিশ্বকর্মা পূজোর দিন। অনেক রাজ্য সরকার সেই পথেই হাটছে। এর দুটো কারণ হতে পারে । এক) মে দিবস ঐতিহাসিকতা নিয়ে  প্রশ্ন উঠেছে অনেক আগেই।অর্থাৎ বিশ্ব জুড়ে কমিউনিষ্টদের প্রভাব যতই কমছে ততই বেআব্রু হচ্ছে মে দিবসে ইতিহাসের নামে কমরেডদের সাজানো গল্প। ( এখানে পড়ুন:: মে দিবসের ঐতিহাসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ) দুই)'দুনিয়ার শ্রমিক এক হও' শ্লোগান প্রাসঙ্গিকতা হারানোর পর   মে দিবস পালনের এক মাত্র উদ্দেশ্য হচ্ছে  কোন  সেই সুদুর অতীতে ভারতের ট্রেড ইউনিয়নে গুলিতে কমিউনিস্টরা যে  আধিপত্য বিস্তার করেছিল  একমাত্র সেই স...
sadhankumarpaul