সাধন কুমার পাল : অবশেষে রাহুল গান্ধী পদত্যাগ করেই ফেললেন।২০১৩ সালে কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ৪৩ টি নির্বাচনে লড়াই করে ৩৫টিতে পরাজিত হয়েছে।গান্ধী পরিবারের কেউ কোন দিন যা করে নি , হাল আমলের নির্বাচন গুলিতে নতুন ভারতের সাথে মানিয়ে নেওয়ার জন্য রাহুল , প্রিয়াঙ্কা , সোনিয়া গান্ধীরা সেই সমস্ত কাজও করেছেন । মন্দিরে গিয়ে পূজো দিয়েছেন , গঙ্গায় স্নান করেছেন , যজ্ঞ করেছেন , ঘোমটা দিয়েছেন , কৈলাশ মানস সরোবর যাত্রা করে কট্টর শিব ভক্ত সাজার চেষ্ঠা পর্যন্ত করেছেন। তবুও শেষ রক্ষে হয় নি। এই সমস্ত পরাজয়ের কোনটাই যে রাহুল গান্ধীরা যে মেনে নিতে পারছেন না তা রাহুল গান্ধীর পদত্যাগ পত্রের বয়ানেই পরিস্কার।রাহুল লিখেছেন , বিজেপির বিরুদ্ধে তাঁর কোন ব্যাক্তিগত ক্ষোভ নেই ।কিন্তু আরএসএস বিজেপি যে ভারত নির্মাণ করতে চাই...
sadhankumarpaul