' ওদের মিথ্যা কথার ফানুস , ফাঁসলো দেখে হাসছে মানুষ ' । ' ঐতিহাসিক ' মে দিবস নিয়ে লিখতে বসে প্রথমেই মধু গোস্বামীর লেখা ছড়ার এই লাইনটি মনে পড়ছে।এক সময় বামপন্থীরা বিভিন্ন সভা - সমিতিতে  সুর করে এই ছড়াটি গাইতো।বামপন্থীদের দুর্দশা দেখে এখন মনে হয় যে ওদের গাওয়া গানের ধ্বন্নি আজ  যেন প্রতিধ্বনি হয়ে ধেয়ে যাচ্ছে ওদের দিকেই।    বিশ্বজোড়া কমিউনিষ্ঠ সাম্রাজ্যের ধ্বংস স্তুপ থেকে উঠে আসছে প্রকৃত ইতিহস।মে দিবস , মহান অক্টোবর বিপ্লবের মতো ওদের  দুনিয়া কাঁপানো কর্মসূচী গুলি যে পরিকল্পিত মিথ্যাচার ছাড়া আর কিছুই  নয় , প্রকাশিত হচ্ছে সেই সত্যও। মান্যতা পাচ্ছে সেই চিরন্তন সত্য , কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো গেলেও সমস্ত মানুষকে দীর্ঘদিন বোকা বানিয়ে রাখা যায় না।   ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে  যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেটিকে স্মরণ করেই মে দিবস পালিত হয়।ইতিহাস ...
sadhankumarpaul