✨ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কেশব বলিরাম হেডগেওয়ার : দুই মহাপুরুষের একই লক্ষ্য  ড. কেশব বলিরাম হেডগেওয়ার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মধারা ভিন্ন সময়ে হলেও তাঁদের  মূল লক্ষ্য এক  ছিল— জাতিকে ভিতর থেকে শক্তিশালী করে দেশের মুক্তির ভিত্তি গড়ে তোলা ।  🌿 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজ (১৯শ শতক)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০–১৮৯১) ছিলেন উনিশ শতকের বাংলার অন্যতম সমাজসংস্কারক ও শিক্ষাবিদ। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে, তখন বিদ্যাসাগর জীবনের অন্তিম পর্যায়ে। কংগ্রেস তাঁকে সদস্য বা সমর্থক করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি  কংগ্রেসে যোগ দেননি ।  ✋ কেন বিদ্যাসাগর কংগ্রেসে যোগ দেননি?  বিদ্যাসাগর মূলত সমাজসংস্কারক ছিলেন, সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন না। কংগ্রেস সম্পর্কে তিনি কয়েকটি আপত্তি প্রকাশ করেছিলেন—  • কংগ্রেস মধ্যবিত্ত ও উচ্চশিক্ষিত ভদ্রলোকদের সংগঠন  –  বিদ্যাসাগরের মতে, গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিকদের সঙ্গে কংগ্রেসের কোনো সংযোগ ছিল না। ফলে এটি প্রকৃতপক্ষে "জনতার দল" নয়, বরং শহুরে শিক্ষিত সমাজের একটি মঞ্চ।  • বাস্তব সমস্যার সমাধান নয়, কে...
sadhankumarpaul